জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর নবগঠিত আংশিক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৭ অক্টোবর) শহরের ইবি রোডস্থ WF ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে। সভায় নবগঠিত কমিটির সভাপতি আহসানুল কবির বাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম আল আমিনিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মোঃ আরিফ হাসানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল ইসলাম। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়া সাইবার ফোর্স দেশপ্রেম, সত্য ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন।
59
সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর নবগঠিত আংশিক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৭ অক্টোবর) শহরের ইবি রোডস্থ WF ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে।
সভায় নবগঠিত কমিটির সভাপতি আহসানুল কবির বাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম আল আমিনিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মোঃ আরিফ হাসানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়া সাইবার ফোর্স দেশপ্রেম, সত্য ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন।