“আপনার চোখকে ভালোবাসুন” — এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন অফিস ও প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটাল, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান ডা. রেজাউর রহমান মিলটন, প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী লিটন, ডেপুটি ম্যানেজার টিএম মাহমুদুল হাসান, সাইটসেভের জেলা সমন্বয়ক তপন কুমার, নিউ কেয়া চক্ষু হাসপাতালের পরিচালক নরেশ চন্দ্র ভৌমিক এবং ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ সম্ভব। তারা প্রত্যেককে নিজের ও পরিবারের চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
89
“আপনার চোখকে ভালোবাসুন” — এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন অফিস ও প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটাল, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান ডা. রেজাউর রহমান মিলটন, প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী লিটন, ডেপুটি ম্যানেজার টিএম মাহমুদুল হাসান, সাইটসেভের জেলা সমন্বয়ক তপন কুমার, নিউ কেয়া চক্ষু হাসপাতালের পরিচালক নরেশ চন্দ্র ভৌমিক এবং ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ সম্ভব। তারা প্রত্যেককে নিজের ও পরিবারের চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।