সিরাজগঞ্জের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৪০ জন দুঃস্থ ও অসহায় নারীকে সনদপত্র ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
এ ছাড়া হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও সনদপত্র এবং সেলাই মেশিন বিতরণ নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
দীর্ঘদিন ধরে হাজী আব্দুস সাত্তার নিজস্ব অর্থায়নে এলাকার দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
Tags: সেলাই মেশিন বিতরণ