সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলাতেও শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু যেন টিকার আওতায় আসে— সে বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করছে।”
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে পুরো অক্টোবর মাস জুড়ে।
এর আগে রাজধানী ঢাকার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় একশ’র বেশি শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে জাতীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, সারাদেশে প্রায় ৫ কোটি শিশু এই টিকার আওতায় আসবে। তিনি বলেন, “কোন শিশু যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই প্রশাসন, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।”
টাইফয়েড একটি পানিবাহিত সংক্রামক রোগ যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আহ্বান জানিয়েছে, নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে সন্তানকে টিকা দিতে।
Tags: Sirajganj Info News, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, শিশু টিকাদান কর্মসূচি, সিরাজগঞ্জ খবর, সিরাজগঞ্জ টাইফয়েড টিকা, সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ