সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫ টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান টুকু। সভায় তিনি খোকশাবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ইকবাল হাসান টুকু বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। খোকশাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু। আরও ছিলেন মিলন সরকার, সাবেক সাধারণ সম্পাদক, শহর শাখা বিএনপি; জয়নাল আবেদীন, সাবেক সভাপতি, খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপি; রেজাউল করিম, সাবেক আহ্বায়ক, খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপি। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ খোকশাবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু