সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।
সমিতির সকল সদস্যের অবগতির জন্য ২৮ ডিসেম্বর প্রকাশিত নোটিশে নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ও বিস্তারিত কার্যক্রম জানানো হয়।
নির্বাচনী তফসিলটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সেলিম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (মধ্যাহ্ন বিরতি সহ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা।
এই নির্বাচনে মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহকারী সাধারণ সম্পাদক ১ জন, গ্রন্থাগার সম্পাদক ১ জন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ১ জন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, হিসাব নিরীক্ষক ১ জন, সহকারী হিসাব নিরীক্ষক ১ জন এবং কার্যনির্বাহী সদস্য ৬ জন নির্বাচিত হবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের চাঁদা পরিশোধের শেষ তারিখ ৮ জানুয়ারি ২০২৬, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১১ জানুয়ারি, দাখিলের শেষ সময় ২০ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২১ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। একই দিনে ভোটার তালিকাও প্রকাশ করা হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে আসন্ন এই নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের আইনজীবী অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি