টেকসই বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে আজ সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করেছে গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ ও তাদের সহযোগী সবুজ উদ্যোগগুলোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
১৯ জানুয়ারি ইকোনমিক জোনের সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধিদলে ছিলেন গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা এবং গ্রিন এন্টারপ্রেনার পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিনা সিদ্দিকা আনা, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক লুৎফর রহমান এবং গ্রিনটেক ভেঞ্চার্স লিমিটেডের পরিচালক ইমরুল করিম রোমেল।
সফরকালে প্রতিনিধিদলকে স্বাগত জানান সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। এ সময় পরিবেশবান্ধব শিল্প স্থাপন, সবুজ বিনিয়োগ সহজীকরণ, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক জোনের ভেতরে টেকসই ব্যবসা উদ্যোগ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গ্রিনটেক ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, তারা ভবিষ্যৎ বিনিয়োগে সবুজ প্রবৃদ্ধি, জলবায়ু সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে আগ্রহী। আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, সবুজ উদ্যোক্তা তৈরি এবং সরকারি–বেসরকারি অংশীদারত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন আরও বলেন, সিরাজগঞ্জ গ্রিন ইকোনমিক জোনকে একটি টেকসই শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ ও গ্রিনটেক ভেঞ্চার্স লিমিটেডের সঙ্গে যৌথভাবে দায়িত্বশীল বিনিয়োগকারী ও উদ্ভাবনী সবুজ শিল্প উদ্যোক্তা আকর্ষণে আগ্রহ প্রকাশ করেন।
এই সফরের মাধ্যমে সবুজ উন্নয়ন সংস্থা ও অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশকে কম কার্বন নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
Tags: গ্রিনটেক ফাউন্ডেশন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন