সিরাজগঞ্জে শহীদ ওসমান বিন হাদির স্মরণে ‘রান ফর হাদি’ শীর্ষক একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় এ আয়োজন করা হয়।
ম্যারাথনটির আয়োজন করে ম্যাক্স এডুকেশন। সকাল সাড়ে ৬টায় দৌড় শুরু হয়। এতে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় ৫০ জন দৌড়বিদ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি ও এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের দাবি জানানো সম্ভব এবং তরুণদের মধ্যে সচেতনতা বাড়ে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা।
Tags: রান ফর হাদি, শহীদ ওসমান হাদি