জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫-এর রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হচ্ছে নেত্রকোনা জেলা দল ও সিরাজগঞ্জ জেলা দল। সোমবার (২০ অক্টোবর) বিকাল ২টায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচটি।
জাতীয় পর্যায়ের এই আসরে দুই দলই এর আগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সিরাজগঞ্জ জেলা দল গ্রুপ পর্বে ধারাবাহিক জয়ে উঠে এসেছে শেষ ষোলোতে, অন্যদিকে নেত্রকোনা দলও নিজেদের গ্রুপে শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জায়গা করে নিয়েছে এই পর্বে।
সিরাজগঞ্জ এরআগে শেরপুর জেলা এবং ময়মনসিংহ জেলাকে হারিয়ে দেশ সেরা ১৬ জেলায় স্থান করে নিয়েছে।
জাতীয় চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ইতিমধ্যে গাজীপুরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সিরাজগঞ্জ দল আত্মবিশ্বাসীভাবে মাঠে নামতে প্রস্তুত, তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
ফুটবলপ্রেমীরা আশা করছেন, দুই সমান শক্তির দলের এই ম্যাচটি হবে টানটান উত্তেজনাপূর্ণ এবং দর্শকরা উপভোগ করবেন এক রোমাঞ্চকর লড়াই।
Tags: জাতীয় ফুটবল, জাতীয় ফুটবলে 'রাউন্ড অব ১৬', সিরাজগঞ্জ জেলা ফুটবল দল