সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সরকারি শিশু পরিবার (বালক), সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মূল আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে মশাল প্রজ্বলন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
47
সরকারি শিশু পরিবার (বালক), সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মূল আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে মশাল প্রজ্বলন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।