উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রধান কার্যালয়ের নতুন মূল ফটকের শুভ উদ্বোধন করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। ০৪ আগস্ট সকালে সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনডিপি’র সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) ড. এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাহবুবুর রহমান, উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান এবং আবু নাঈম মো. জুবায়ের খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন ফটকটি এনডিপি’র পরিচিতি ও সেবার পরিধি আরও সুসংগঠিতভাবে তুলে ধরবে।
36
উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রধান কার্যালয়ের নতুন মূল ফটকের শুভ উদ্বোধন করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
০৪ আগস্ট সকালে সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনডিপি’র সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) ড. এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাহবুবুর রহমান, উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান এবং আবু নাঈম মো. জুবায়ের খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন ফটকটি এনডিপি’র পরিচিতি ও সেবার পরিধি আরও সুসংগঠিতভাবে তুলে ধরবে।