কামারখন্দে র্যাবের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
কামারখন্দে র্যাবের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় পানিতে ঝাঁপ দিয়ে মোহাম্মদ শাওন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। নিহত শাওন ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে। কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, র্যাব-১২ মাদকবিরোধী অভিযানে গেলে ভয়ে শাওন নদীতে লাফ দেন। এ সময় তিনি পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার নামে পূর্বে একটি মাদক মামলা ছিল। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিন উদ্দিন বলেন, পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে তিনি আগেই মারা যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
55
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় পানিতে ঝাঁপ দিয়ে মোহাম্মদ শাওন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। নিহত শাওন ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, র্যাব-১২ মাদকবিরোধী অভিযানে গেলে ভয়ে শাওন নদীতে লাফ দেন। এ সময় তিনি পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার নামে পূর্বে একটি মাদক মামলা ছিল।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিন উদ্দিন বলেন, পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে তিনি আগেই মারা যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।