কামারখন্দে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
কামারখন্দে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা খাতুন ওই গ্রামের জামায়াত নেতা আব্দুল মজিদের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, সন্ধ্যায় দোকান থেকে সদাই নিয়ে বাড়ি ফিরছিল হাবিবা। এসময় হাটিকুমরুলগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে হাবিবার দাফন সম্পন্ন করা হয়।
84
সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন ওই গ্রামের জামায়াত নেতা আব্দুল মজিদের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, সন্ধ্যায় দোকান থেকে সদাই নিয়ে বাড়ি ফিরছিল হাবিবা। এসময় হাটিকুমরুলগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে হাবিবার দাফন সম্পন্ন করা হয়।