সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিলেন সিরাজগঞ্জবাসীর প্রাণপ্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ, ছাত্র রাজনীতি, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকরা শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও কলেজের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকদের সম্মান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভা শেষে টুকু কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে সৌজন্য আলাপ করেন।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, ইসলামিয়া কলেজ