সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা কেন্দ্রীয় ও স্থানীয় বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। অতীতের কারচুপির নির্বাচন জনগণ আর মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজির পথ বেছে নেবে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।
52
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা কেন্দ্রীয় ও স্থানীয় বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। অতীতের কারচুপির নির্বাচন জনগণ আর মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজির পথ বেছে নেবে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহিবুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।