এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সিরাজগঞ্জ সরকারি কলেজ দারুণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৩৮ শতাংশ, যেখানে ৩৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, মোট ৮৩৬ জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ৮২৮ জন। তাদের মধ্যে ৭৯৮ জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪১৮ জন পাস করেছে, অনুত্তীর্ণ ৬ জন, এবং জিপিএ-৫ পেয়েছে ২৮০ জন। মানবিক বিভাগে ২০৫ জন পাস করেছে, অনুত্তীর্ণ ৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৭৫ জন, অনুত্তীর্ণ ২৪ জন, আর জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
সিরাজগঞ্জ সরকারি কলেজ দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এবারের ফলাফল আবারও প্রমাণ করেছে কলেজটির একাডেমিক উৎকর্ষের ধারাবাহিকতা।
আরও পড়ুন: এইচএসসি ফলাফল: রাজশাহী শিক্ষাবোর্ডে সবার পেছনে সিরাজগঞ্জ জেলা
Tags: HSC Result 2025, এইচএসসি ফলাফল, সিরাজগঞ্জ সরকারি কলেজ