সিরাজগঞ্জে এইচআরডি নেটওয়ার্কের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে এইচআরডি নেটওয়ার্কের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত 'ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)' প্রকল্পের আওতায় এনডিপির মাসুমপুর শাখা কার্যালয়ে এ সভা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার মো. আলাউদ্দিন খান। সঞ্চালনায় ছিলেন এনডিপির উপপরিচালক (এমঅ্যান্ডই) ও প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের দ্বারা শিক্ষার্থী যৌন হয়রানি, সয়াধানগড়া দক্ষিণপাড়ার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ ও ধর্ষণের ঘটনা, সহ আরও কয়েকটি ধর্ষণ ও সহিংসতার ঘটনা। আলোচনায় অংশ নেন এইচআরডি নেটওয়ার্কের সদস্য নরেশ চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, হোসনে আরা জলি প্রমুখ। ভুক্তভোগী কয়েকজনও সভায় উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নেটওয়ার্ক থেকে পাওয়া আইনগত ও প্রশাসনিক সহায়তার কথা জানান। সভা সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।
41
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এনডিপির মাসুমপুর শাখা কার্যালয়ে এ সভা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ সভা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার মো. আলাউদ্দিন খান। সঞ্চালনায় ছিলেন এনডিপির উপপরিচালক (এমঅ্যান্ডই) ও প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান।
সভায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের দ্বারা শিক্ষার্থী যৌন হয়রানি, সয়াধানগড়া দক্ষিণপাড়ার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ ও ধর্ষণের ঘটনা, সহ আরও কয়েকটি ধর্ষণ ও সহিংসতার ঘটনা।
আলোচনায় অংশ নেন এইচআরডি নেটওয়ার্কের সদস্য নরেশ চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, হোসনে আরা জলি প্রমুখ। ভুক্তভোগী কয়েকজনও সভায় উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নেটওয়ার্ক থেকে পাওয়া আইনগত ও প্রশাসনিক সহায়তার কথা জানান।
সভা সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।