পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের জন্য সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে গ্যাসের চাপ থাকবে না অথবা সম্পূর্ণ বন্ধ থাকতে পারে।
গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Tags: গ্যাস বন্ধ, গ্যাস সরবরাহ, সিরাজগঞ্জ