1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যালে চাকরি মেলা ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে সরস্বতী পূজা ও প্রতিমা বিসর্জন সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
                   
                       

যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
কমতে শুরু করেছে যমুনা নদীর পানি
136

উজানের ঢল ও অতিবৃষ্টির ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হঠাৎ করে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়তে থাকায় আতঙ্কে আছেন নদীপাড়ের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর ৬টায় কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে ৭৫ সেন্টিমিটার, যা এখন বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে হার্ডপয়েন্ট এলাকায় পানি বেড়েছে ৬৪ সেন্টিমিটার, তবে এখনও তা বিপৎসীমার নিচেই রয়েছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে নদীতে প্রতি ঘণ্টায় পানি ২ সেন্টিমিটার করে বাড়ছে। ফলে তীরবর্তী অঞ্চলে ভাঙনের ঝুঁকি রয়েছে।

তবে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। তিনি বলেন, পানি আরও ১-২ দিন বাড়তে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্যার আশঙ্কা নেই।

যমুনার পানি বৃদ্ধিতে জেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। প্রতি বছর পানি ওঠানামার সময় যমুনার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। ফলে এবারও ফসলি জমি ও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!