সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৫ গ্রাম হেরোইনসহ মোছা. লুনা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। তিনি রাজশাহীর দামকুড়া থানার পিয়ারুল ইসলামের মেয়ে।
রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে র্যাব-১২ এর একটি দল এ অভিযান চালায়। এ সময় লুনা বেগমকে ৭৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার কাছ থেকে হেরোইন বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ২১০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বাসে হেরোইন বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tags: মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সলঙ্গা