সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ধূমকেতু কালচারাল একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সাল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, আবৃত্তিকার ও সাবেক আহ্বায়ক সিরাজগঞ্জ শহর বিএনপি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতা-কর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধূমকেতু কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রানা এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম টুটুল।
বক্তারা বলেন, ধূমকেতু কালচারাল একাডেমি সিরাজগঞ্জে সংস্কৃতিচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে এ সংগঠন তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
Tags: ধূমকেতু কালচারাল একাডেমি, সাইদুর রহমান বাচ্চু