সিরাজগঞ্জে বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের আগমনে শুভেচ্ছা ও আলোচনা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের আগমনে শুভেচ্ছা ও আলোচনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারী রাশেদুল হক শনিবার (২৫ অক্টোবর) সিরাজগঞ্জে আগমন করেন। তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ রোডস্থ ন্যাশনাল ফুড রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেনের উদ্যোগে এই শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান। প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হক বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। গণতান্ত্রিক উত্তরণের পথে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই সব ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।” অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাশেদুল হক দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় অবস্থান করে বিএনপির পররাষ্ট্র কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৯ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান, ২০২২ সালে সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং ২০২৪ সালে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
125
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারী রাশেদুল হক শনিবার (২৫ অক্টোবর) সিরাজগঞ্জে আগমন করেন। তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ রোডস্থ ন্যাশনাল ফুড রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেনের উদ্যোগে এই শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হক বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। গণতান্ত্রিক উত্তরণের পথে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই সব ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।”
অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাশেদুল হক দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় অবস্থান করে বিএনপির পররাষ্ট্র কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৯ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান, ২০২২ সালে সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং ২০২৪ সালে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।