সিরাজগঞ্জে অনুষ্ঠিত আন্তঃকলেজ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ।
১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আত্মঘাতী গোলে ১–০ ব্যবধানে শাহজাদপুর সরকারি কলেজকে পরাজিত করে সিরাজগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুই দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজ, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ. এম. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল আজিম।

খেলা চলাকালে মাঠজুড়ে মাদকবিরোধী নানা স্লোগান, ব্যানার ও পোস্টার প্রদর্শিত হয়, যা তরুণ সমাজকে সচেতন করতে ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে।
Tags: মাদক বিরোধী অভিযান, সিরাজগঞ্জ সরকারি কলেজ