রাজশাহী মহানগরীতে র্যাবের বিশেষ অভিযানে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে জড়িত সিরাজগঞ্জের এক নারীসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনি এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আসারুল ওরফে রনি (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসারুলের কাছ থেকে একটি নষ্ট প্রিন্টারের বক্স উদ্ধার করা হয়, যার ভেতরে প্রিন্টারের টোনারের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহানারা বেগম স্বীকার করেছেন, তিনি সিরাজগঞ্জের বাসিন্দা হলেও রাজশাহীতে নিয়মিত এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার সহযোগী আসারুল সীমান্তবর্তী এলাকা থেকে সহজে হেরোইন এনে তা বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন।
উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। ঘটনাস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। সংস্থাটি জানায়, দেশে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tags: আন্তঃজেলা মাদক চক্র, নারী মাদক ব্যবসায়ী, মাদকচক্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, র্যাব অভিযান, র্যাব-৫, হেরোইন