সিরাজগঞ্জে শিক্ষক কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণ এবং অবসরপ্রাপ্তদের বকেয়া দ্রুত পরিশোধের দাবিতে স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনে ‘মুক্তির সোপান’ চত্বরে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এম. এ. সবুর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণে গতি আনতে হবে, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ভাতা দ্রুত প্রদান করতে হবে এবং অবসরপ্রাপ্তদের বকেয়া পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
Tags: এমপিওভুক্ত শিক্ষক, শিক্ষক কর্মচারীদের ভাতা, শিক্ষকদের মানববন্ধন