‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না’, সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন নেতারা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না’, সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন নেতারা
সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এক গণসমাবেশে ঘোষণা দিয়েছেন, আগামীতে বাংলাদেশে ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর)’ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি করেন, প্রচলিত ভোট পদ্ধতির মাধ্যমে দেশের জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট ডাকাতি, ফলাফল পরিবর্তন ও জনগণের মতামত বিকৃত করার প্রবণতা বারবার প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষাপটে পিআর পদ্ধতি চালু না হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রহমান কাসেমী এবং সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নাবী। তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশের সব রাজনৈতিক দল ও মতামতের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে প্রতিফলিত হবে। এর মাধ্যমে ভোটারদের আস্থাও ফিরবে এবং গণতন্ত্র হবে আরও শক্তিশালী। প্রার্থীরা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে ভয় পায়। অনেক ক্ষেত্রে ভোট দেওয়ার আগেই কেন্দ্র দখল হয়ে যায় এবং জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। এ পরিস্থিতি দেশের গণতন্ত্রকে দুর্বল করছে। তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে রয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা, রাজনৈতিক সংস্কার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যই তারা সংগ্রাম করছেন। গণসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তাদের দাবির সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার না হলে সাধারণ মানুষের আস্থা ফিরবে না।
142
সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এক গণসমাবেশে ঘোষণা দিয়েছেন, আগামীতে বাংলাদেশে ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর)’ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি করেন, প্রচলিত ভোট পদ্ধতির মাধ্যমে দেশের জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট ডাকাতি, ফলাফল পরিবর্তন ও জনগণের মতামত বিকৃত করার প্রবণতা বারবার প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষাপটে পিআর পদ্ধতি চালু না হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রহমান কাসেমী এবং সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নাবী। তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশের সব রাজনৈতিক দল ও মতামতের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে প্রতিফলিত হবে। এর মাধ্যমে ভোটারদের আস্থাও ফিরবে এবং গণতন্ত্র হবে আরও শক্তিশালী।
প্রার্থীরা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে ভয় পায়। অনেক ক্ষেত্রে ভোট দেওয়ার আগেই কেন্দ্র দখল হয়ে যায় এবং জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। এ পরিস্থিতি দেশের গণতন্ত্রকে দুর্বল করছে।
তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে রয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা, রাজনৈতিক সংস্কার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যই তারা সংগ্রাম করছেন।
গণসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তাদের দাবির সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার না হলে সাধারণ মানুষের আস্থা ফিরবে না।