একক সংঘ ক্লাবে স্কুল শিক্ষার্থীদের টেবিল টেনিস-দাবা খেলার সুযোগ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
একক সংঘ ক্লাবে স্কুল শিক্ষার্থীদের টেবিল টেনিস-দাবা খেলার সুযোগ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একক সংঘ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিয়েছে। প্রতিদিন বাদ আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাবে টেবিল টেনিস ও দাবা খেলতে পারবে। একক সংঘের ক্রীড়া সম্পাদক মো: আশরাফুল আলম আলীম জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা যেমন সুস্থ থাকবে, তেমনি মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে। তিনি আরও বলেন, "আমরা একক সংঘ সর্বদা স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিভাবকদের প্রতি আহ্বান, তারা যেন সন্তানদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করেন।" স্থানীয় অভিভাবকরা একক সংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে এমন পদক্ষেপকে যুগোপযোগী বলে মন্তব্য করেছেন।
226
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একক সংঘ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিয়েছে। প্রতিদিন বাদ আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাবে টেবিল টেনিস ও দাবা খেলতে পারবে।
একক সংঘের ক্রীড়া সম্পাদক মো: আশরাফুল আলম আলীম জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা যেমন সুস্থ থাকবে, তেমনি মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।
তিনি আরও বলেন, “আমরা একক সংঘ সর্বদা স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিভাবকদের প্রতি আহ্বান, তারা যেন সন্তানদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করেন।”
স্থানীয় অভিভাবকরা একক সংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে এমন পদক্ষেপকে যুগোপযোগী বলে মন্তব্য করেছেন।