রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে গণতান্ত্রিক যুবফ্রন্টের কর্মসূচি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে গণতান্ত্রিক যুবফ্রন্টের কর্মসূচি
রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও জনজীবনের নিরাপত্তাহীনতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক যুবফ্রন্ট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখা এ তথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়, ওসমান হাদি ভালুকার শ্রমিক দীপু দাস ও শিশু আয়শা হত্যার বিচার নিশ্চিত করা, ছায়ানট, উদীচী ও ডেইলি স্টারের প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও পোড়ানোর ঘটনার প্রতিবাদ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। গণতান্ত্রিক যুবফ্রন্টের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা; সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা; খুন, মব সন্ত্রাস, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়া। ঘোষণা অনুযায়ী, এসব দাবিতে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ২৬ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
81
রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও জনজীবনের নিরাপত্তাহীনতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক যুবফ্রন্ট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখা এ তথ্য জানিয়েছে।
ঘোষণায় বলা হয়, ওসমান হাদি ভালুকার শ্রমিক দীপু দাস ও শিশু আয়শা হত্যার বিচার নিশ্চিত করা, ছায়ানট, উদীচী ও ডেইলি স্টারের প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও পোড়ানোর ঘটনার প্রতিবাদ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
গণতান্ত্রিক যুবফ্রন্টের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা; সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা; খুন, মব সন্ত্রাস, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়া।
ঘোষণা অনুযায়ী, এসব দাবিতে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ২৬ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।