সিরাজগঞ্জ জেলার তাড়াশে ফসলের মাঠগুলোতে ছোট মাছ ধরার মহাউৎসব । এ এলাকায় শ্রাবণ মাসের শুরুতেই রোপা আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে পুরো দমে। জমিতে জমে থাকা পানিতে পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষ। আর ওই ঘোলা পানিতে ছোট ছোট মাছ ধরতে ছোট/বড় মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে কয়েকদিন কোন বৃষ্টি না থাকায় জমির কোনায় বা নিচু জায়গায় জমে থাকা পানি সেচে ছোট মাছ ধরছে কিশোরেরা। এ সময় তারা কই, পুটি, টেংরা, শিং, মাগুর টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে। মৎস্যচাষি শাহিন জানান, এ বছর প্রথম ভারি বৃষ্টিতে বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। সেখান থেকে অনেক ছোট মাছের জন্ম হয়। কিন্তু বন্যা না থাকায় ও পানি শুকিয়ে যাওয়ার কারণে ওই সমস্ত পোনা মাছগুলো এখন ধরা পড়ছে।
180
সিরাজগঞ্জ জেলার তাড়াশে ফসলের মাঠগুলোতে ছোট মাছ ধরার মহাউৎসব ।
এ এলাকায় শ্রাবণ মাসের শুরুতেই রোপা আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে পুরো দমে। জমিতে জমে থাকা পানিতে পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষ। আর ওই ঘোলা পানিতে ছোট ছোট মাছ ধরতে ছোট/বড় মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে কয়েকদিন কোন বৃষ্টি না থাকায় জমির কোনায় বা নিচু জায়গায় জমে থাকা পানি সেচে ছোট মাছ ধরছে কিশোরেরা।
এ সময় তারা কই, পুটি, টেংরা, শিং, মাগুর টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে।
মৎস্যচাষি শাহিন জানান, এ বছর প্রথম ভারি বৃষ্টিতে বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। সেখান থেকে অনেক ছোট মাছের জন্ম হয়। কিন্তু বন্যা না থাকায় ও পানি শুকিয়ে যাওয়ার কারণে ওই সমস্ত পোনা মাছগুলো এখন ধরা পড়ছে।