সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষক রবিউল হাসান নান্নু শনিবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে কাজীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে ঘরে তালা দিয়ে তিনি ঢাকায় যান। শনিবার সকালে প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে চুরির খবর জানতে পারেন এবং দ্রুত বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে চোরেরা তিন ভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনা ও অন্যান্য মালামালসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার সম্পদ নিয়ে যায়।
275
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষক রবিউল হাসান নান্নু শনিবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে কাজীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে ঘরে তালা দিয়ে তিনি ঢাকায় যান। শনিবার সকালে প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে চুরির খবর জানতে পারেন এবং দ্রুত বাড়ি ফেরেন।
ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে চোরেরা তিন ভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনা ও অন্যান্য মালামালসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার সম্পদ নিয়ে যায়।