সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে চারা রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষকেরা: সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। চলতি আমন মৌসুমে এ বছরে আবহাওয়া অনূকুলে থাকায় আর সময় মত বৃষ্টিপাত হওয়ায় চাহিদা মোতাবেক পানি পেয়ে চারা রোপণ কাজ শুরু করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় এ মৌসুমে ১৯ হাজার ২শ’ ৩০ হেক্টর আবাদি জমিতে ইতিমধ্যে চারা রোপণ শুরু হয়েছে। প্রায় ৫ হেক্টর আবাদি জমিতে চারা লাগানো হয়ে গেছে। উপজেলার চান্দাইকোনা বাজারের সার, কীটনাশক ব্যবসায়ী রানা খন্দকার ও আব্দুর রাজ্জাক জানান, গত বছরের চেয়ে এবছরে সময় মত বৃষ্টি হওয়ায় কৃষকেরা অনেকটা আগেই প্রয়োজনীয় সার, কীটনাশক ক্রয় করে তারা জমিতে চারা লাগনো শুরু করেছে।
185
সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে চারা রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষকেরা: সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। চলতি আমন মৌসুমে এ বছরে আবহাওয়া অনূকুলে থাকায় আর সময় মত বৃষ্টিপাত হওয়ায় চাহিদা মোতাবেক পানি পেয়ে চারা রোপণ কাজ শুরু করেছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় এ মৌসুমে ১৯ হাজার ২শ’ ৩০ হেক্টর আবাদি জমিতে ইতিমধ্যে চারা রোপণ শুরু হয়েছে। প্রায় ৫ হেক্টর আবাদি জমিতে চারা লাগানো হয়ে গেছে।
উপজেলার চান্দাইকোনা বাজারের সার, কীটনাশক ব্যবসায়ী রানা খন্দকার ও আব্দুর রাজ্জাক জানান, গত বছরের চেয়ে এবছরে সময় মত বৃষ্টি হওয়ায় কৃষকেরা অনেকটা আগেই প্রয়োজনীয় সার, কীটনাশক ক্রয় করে তারা জমিতে চারা লাগনো শুরু করেছে।