সিরাজগঞ্জের উদীয়মান ক্রিকেটার বাছাইয়ে ক্রিকেট বোর্ডের উদ্যোগ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জের উদীয়মান ক্রিকেটার বাছাইয়ে ক্রিকেট বোর্ডের উদ্যোগ
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালনায় দেশজুড়ে উদীয়মান ক্রিকেটার বাছাইয়ের অংশ হিসেবে সিরাজগঞ্জে হবে বাছাইপর্ব। বয়সভিত্তিক খেলোয়াড়দের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে ভবিষ্যত কার্যক্রম চালাবে বিসিবি। বিসিবি ক্রিকেট কোচ প্যানেলের অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলার প্রধান কোচ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। আগামী ২১ আগস্ট সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওইদিন সকাল ৯টায় ক্রিকেট সরঞ্জামসহ আগ্রহী ক্রিকেটারদের উপস্থিত হতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত ইয়ং টাইগার ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা। এরপর থেকে বিসিবির আলাদা নজরে এসেছে সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল। বিসিবি শীর্ষ কর্তারা খুব শীঘ্রই জেলার ক্রিকেট অবকাঠামো পরিদর্শনে আসবেন বলেও জানা গেছে।
196
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালনায় দেশজুড়ে উদীয়মান ক্রিকেটার বাছাইয়ের অংশ হিসেবে সিরাজগঞ্জে হবে বাছাইপর্ব। বয়সভিত্তিক খেলোয়াড়দের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে ভবিষ্যত কার্যক্রম চালাবে বিসিবি।
বিসিবি ক্রিকেট কোচ প্যানেলের অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলার প্রধান কোচ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
আগামী ২১ আগস্ট সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওইদিন সকাল ৯টায় ক্রিকেট সরঞ্জামসহ আগ্রহী ক্রিকেটারদের উপস্থিত হতে বলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত ইয়ং টাইগার ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা। এরপর থেকে বিসিবির আলাদা নজরে এসেছে সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল। বিসিবি শীর্ষ কর্তারা খুব শীঘ্রই জেলার ক্রিকেট অবকাঠামো পরিদর্শনে আসবেন বলেও জানা গেছে।