সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও তাড়াহুড়ো করে কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা ব্রিজ ভায়া ভক্তপাড়া পর্যন্ত ৩২৮ মিটার সড়কটি নির্মিত হয়েছে ‘সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায়। কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় ২৬ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকা।
শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস প্রসঙ্গে স্থানীয়রা জানান, সড়কের পিচঢালাইয়ের নিচে প্রয়োজনীয়ভাবে মাটি ভরাট না করে নামমাত্র বালু ব্যবহার করা হয়েছে। কোনো বিরতি না দিয়েই রোলারিং ছাড়াই কার্পেটিং করা হয়, ফলে এক মাসেই সড়কে গর্ত আর ধস দেখা দিয়েছে। সড়কের দুই পাশে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ইটের খোয়া বের হয়ে পড়েছে, সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে এলাকাবাসী বারবার আপত্তি জানালেও, অভিযোগ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের ভয়ভীতি দেখায় বলে জানিয়েছেন জালাল খাঁ, বলাই প্রামাণিকসহ অনেকে।
উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম. কামরুল হাসান রনী জানান, “ঠিকাদারকে পুনরায় কাজ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জামানতের টাকা আটকে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Tags: শাহজাদপুর, সড়ক নির্মাণ