1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে কৃষি আবহাওয়া বিষয়ে ১৭ আগস্ট পর্যন্ত করণীয় ও সতর্কতা
নতুন সংবাদ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত ড্যাব সিরাজগঞ্জ শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
                   
                       

সিরাজগঞ্জে কৃষি আবহাওয়া বিষয়ে ১৭ আগস্ট পর্যন্ত করণীয় ও সতর্কতা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
25

সিরাজগঞ্জ জেলার কৃষকরা আগামী পাঁচ দিনের আবহাওয়া ও কৃষি পরিচালনা সম্পর্কে সতর্ক ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং ও বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা ইউনিট মঙ্গলবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের জন্য নতুন বুলেটিন নং ৬৫৫ প্রকাশ করেছে।

বুলেটিন অনুযায়ী, সিরাজগঞ্জে ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জেলার আবহাওয়া সাধারণত আংশিক মেঘলা থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ থেকে ৩৩.১ ডিগ্রী সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন ২৫.১ থেকে ২৬.১ ডিগ্রী সেন্টিগ্রেড থাকবে। বাতাস পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬.৪-১০.৫ কিমি বেগে বইতে পারে।

বুলেটিনে ধান, সবজি, উদ্যান ফসল, গবাদি পশু, হাঁস-মুরগি, মাছ ও আখসহ সব গুরুত্বপূর্ণ কৃষি খাতের জন্য সতর্কতা ও কার্যকর ব্যবস্থা উল্লেখ করা হয়েছে।

ধান চাষে বলা হয়েছে, চারা রোপণকালে ইউরিয়া সার ১৫-২০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে এবং চুঙ্গি পোকা ও বাদামী দাগের আক্রমণ প্রতিরোধে নির্দিষ্ট কীটনাশক ব্যবহার করতে হবে। আউশ ধানের ক্ষেতেও সার ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

সবজিচাষে, বীজতলায় পানি নিষ্কাশন এবং স্বচ্ছ পলিথিন ছাউনির মাধ্যমে চারার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। লাউ, মিষ্টি কুমড়া, শশা ইত্যাদি ফসলের পোকামাকড় নিয়ন্ত্রণে নির্দিষ্ট কীটনাশক ব্যবহার করতে হবে।

উদ্যান ফসলের ক্ষেত্রে, কলা ও পেঁপে গাছে পোকার আক্রমণ প্রতিরোধ এবং সিগাটোকা রোগ নিয়ন্ত্রণে যথাযথ ফেনিট্রোথিয়ন ও হেক্সাকোনাজল/প্রোপিকোনাজল স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

গবাদি পশু ও হাঁস-মুরগির ক্ষেত্রে কৃমিনাশক ব্যবহার, ক্ষতস্থানের জীবাণুনাশক প্রয়োগ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্য খামারে রোগবালাই ও খাদ্য নিয়ন্ত্রণের সতর্কতা জানানো হয়েছে।

আখ চাষে, মুখ্য বৃদ্ধির পর্যায়ে ইউরিয়া ও এমওপি সার উপরি প্রয়োগ এবং গাছগুলোকে হেলে না পড়ার জন্য সমন্বিতভাবে বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এই বুলেটিন কৃষকদের আবহাওয়া ও ফসল রক্ষায় সহায়ক হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত