1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে টিকাদান ক্যাম্পেইনের মিডিয়া কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
নতুন সংবাদ
নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা
                   
                       

সিরাজগঞ্জে টিকাদান ক্যাম্পেইনের মিডিয়া কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
69

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিরাজগঞ্জে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বুধবার (৮ অক্টোবর ২০২৫) “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় কর্মশালাটি ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় চিফ এইচ. এম. তৌফিক আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে টিকাদানে উৎসাহিত করতে হবে। তাঁরা জানান, শিশু ও কিশোরদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি টাইফয়েড প্রতিরোধে এই বিশেষ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী, ২১১২টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩৪২৯টি টিকাদান কেন্দ্রসহ মোট ৫৫৫৬টি কেন্দ্রে প্রায় ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ জনকে টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!