নিউইয়র্কের সানকিন মিডো স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ, ইনক-এর ২০২৪-২৫ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বার্ষিক পিকনিক।
সোমবার, ১১ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
পিকনিকে দেশীয় খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল উল্লেখযোগ্য অংশ। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন প্রবাসে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে।

পিকনিকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আব্দুর রউফ লেবু এবং সাধারণ সম্পাদক এস এম নাদীর (উজ্জ্বল)। এবং কমিটির অন্যান্য সদস্যরা।


মিনি পিকনিকের বিশেষ ব্যবস্থা ও আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন জেসমিন মান্নান মিতা, লিজা আফরোজ, রেজাউল বারি রেজা, সেলিম রেজা, আহমাদ শরীফ মৌসুমী, জহুরুল ইসলাম খান সুজন, মোমিন মানিক, জহুরুল ইসলাম টিপু ও আব্দুস সাত্তার। এছাড়া আয়োজনে সহায়তা করেন মোঃ মোগল, মাহবুবুর রহমান প্রিন্স, জান্নাতুল লিপি, আফরোজা কেয়া সহ আরও অনেকে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন পারিবারিক মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।

Tags: প্রবাসে সিরাজগঞ্জ