উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরের মৃতূ হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতু এলাকায় পৌঁছলে ছাদের ওপর থেকে অজ্ঞাত পরিচয় ওই কিশোর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক মোড় এলাকায় উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ধারণা করা হচ্ছে, কিশোরের বয়স ১৪ থেকে ১৫ বছর হবে।
ওসি আরও বলেন, আমরা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Tags: উল্লাপাড়া, ট্রেন থেকে পড়ে মৃত্যু, স্টেশন