সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থান থেকে এক রাতে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে কবর জিয়ারতে গিয়ে কবরগুলোর মাটি খোঁড়া অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন স্বজনরা।
কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম জানান, দুই বছর আগে তার ছেলে রুবেলকে এ কবরস্থানে দাফন করা হয়েছিল। শুক্রবার ভোরে জিয়ারতে গিয়ে তিনি দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং কঙ্কালটি নেই।
একইভাবে ভুক্তভোগী লিটন সরকার বলেন, আট মাস আগে তিনি তার বাবা হারুন অর রশিদকে এখানে দাফন করেছিলেন। কিন্তু শুক্রবার সকালে এসে দেখেন, কবর খুঁড়ে বাবার কঙ্কাল চুরি হয়েছে।

কবর থেকে কঙ্কাল চুরি
স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার রাতের কোনো একসময় কঙ্কালগুলো চুরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। অভিযুক্ত কাউকে শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
Tags: কঙ্কাল চুরি