আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পূর্বে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কবর জিয়ারতের মাধ্যমে তাঁর পিতা–মাতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, মনোনয়ন জমার আগে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করে দোয়া করা তাঁর দীর্ঘদিনের রীতি। এরপর তিনি নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার প্রস্তুতি নেন।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাচন ২০২৬