সিরাজগঞ্জের আকাশে ৭ সেপ্টেম্বর রক্তিম চাঁদের ‘বিরল দৃশ্য’
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের আকাশে ৭ সেপ্টেম্বর রক্তিম চাঁদের ‘বিরল দৃশ্য’
সিরাজগঞ্জবাসীর জন্য আকাশে আসছে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার কর্ণ মুন বা 'কর্ণ চাঁদ' এর সঙ্গে মিলবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এসময় চাঁদ রূপ নেবে রক্তিম আভায়, যা 'ব্লাড মুন' নামে পরিচিত। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সিরাজগঞ্জের আকাশ থেকেও পুরো ঘটনাটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে সিরাজগঞ্জসহ দেশের সব জায়গার মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ ধরনের পূর্ণ চন্দ্রগ্রহণ ও কর্ণ মুন একসঙ্গে মিলিত হওয়ার ঘটনা বিরল এবং তা দর্শনার্থীদের জন্য হবে এক স্মরণীয় অভিজ্ঞতা। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের ধাপগুলো: * আংশিক ছায়া পড়া শুরু: রাত ৯টা ২৮ মিনিট, ৭ সেপ্টেম্বর * পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট * সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট, ৮ সেপ্টেম্বর * পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট * পুরো ঘটনা শেষ: রাত ২টা ৫৫ মিনিট, ৮ সেপ্টেম্বর মোট পাঁচ ঘণ্টারও বেশি সময়জুড়ে চলবে এই জ্যোতির্বৈজ্ঞানিক সৌন্দর্য। কোনো বিশেষ যন্ত্র ছাড়াই খালি চোখে দেখা যাবে এটি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সিরাজগঞ্জসহ দেশের সব অঞ্চলের মানুষকে রক্তিম চাঁদ দেখার এই বিরল সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানানো হচ্ছে। রাতে যমুনা নদীর পাড়ে এ দৃশ্য দেখা হতে পারে এক বিরল অভিজ্ঞতা।
223
সিরাজগঞ্জবাসীর জন্য আকাশে আসছে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার কর্ণ মুন বা ‘কর্ণ চাঁদ’ এর সঙ্গে মিলবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এসময় চাঁদ রূপ নেবে রক্তিম আভায়, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
আগামী রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সিরাজগঞ্জের আকাশ থেকেও পুরো ঘটনাটি খালি চোখে দেখা যাবে।
আবহাওয়া অনুকূলে থাকলে সিরাজগঞ্জসহ দেশের সব জায়গার মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ ধরনের পূর্ণ চন্দ্রগ্রহণ ও কর্ণ মুন একসঙ্গে মিলিত হওয়ার ঘটনা বিরল এবং তা দর্শনার্থীদের জন্য হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের ধাপগুলো:
* আংশিক ছায়া পড়া শুরু: রাত ৯টা ২৮ মিনিট, ৭ সেপ্টেম্বর
* পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট
* সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট, ৮ সেপ্টেম্বর
* পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট
* পুরো ঘটনা শেষ: রাত ২টা ৫৫ মিনিট, ৮ সেপ্টেম্বর
মোট পাঁচ ঘণ্টারও বেশি সময়জুড়ে চলবে এই জ্যোতির্বৈজ্ঞানিক সৌন্দর্য। কোনো বিশেষ যন্ত্র ছাড়াই খালি চোখে দেখা যাবে এটি।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সিরাজগঞ্জসহ দেশের সব অঞ্চলের মানুষকে রক্তিম চাঁদ দেখার এই বিরল সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানানো হচ্ছে।
রাতে যমুনা নদীর পাড়ে এ দৃশ্য দেখা হতে পারে এক বিরল অভিজ্ঞতা।