বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগদানকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে দোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী ১১ জানুয়ারি রোববার বগুড়া যাওয়ার পথে তারেক রহমান সিরাজগঞ্জে আসবেন। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিসিক শিল্পপার্কে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া মাহফিলে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, তারেক রহমানের সিরাজগঞ্জ আগমন ও দোয়া মাহফিলকে ঘিরে জেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, তারেক রহমান