তারেক রহমানের কারামুক্তি দিবসে সিরাজগঞ্জ বিএনপির আলোচনা সভা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
তারেক রহমানের কারামুক্তি দিবসে সিরাজগঞ্জ বিএনপির আলোচনা সভা
সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তারা অভিযোগ করেন, সরকারের দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না। “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে,”—বলেন তারা। সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
112
সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তারা অভিযোগ করেন, সরকারের দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না। “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে,”—বলেন তারা।
সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।