তাড়াশ উপজেলার রাণীরহাট হাজী দানেজ খান মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, উপজেলার গুল্টা বাজার এলাকার বিপ্লব হোসেন আল আমিন দীর্ঘদিন ধরে ওই মার্কেটে একটি স্বর্ণের দোকান পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে চোরেরা কৌশলে দোকানে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ-রুপার গহনা চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, চুরি হওয়া মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। তিনি বলেন, শনিবার দুপুরে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
26
তাড়াশ উপজেলার রাণীরহাট হাজী দানেজ খান মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, উপজেলার গুল্টা বাজার এলাকার বিপ্লব হোসেন আল আমিন দীর্ঘদিন ধরে ওই মার্কেটে একটি স্বর্ণের দোকান পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে চোরেরা কৌশলে দোকানে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ-রুপার গহনা চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, চুরি হওয়া মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
তিনি বলেন, শনিবার দুপুরে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।