সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে ডাকাতদলের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় চালকরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় সড়কে গাছ ফেলে একাধিক মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র হাতে সড়ক অবরোধ করে তিনটি মাইক্রোবাস থামিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, রানীরহাট সড়কটি দীর্ঘদিন ধরেই ডাকাতপ্রবণ এলাকা। কিছুদিন পর পর এখানে একই ধরনের ঘটনা ঘটছে। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ডাকাতরা পালিয়ে গেলেও তদন্ত চলছে এবং দ্রুত তাদের আটক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
66
সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে ডাকাতদলের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় চালকরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় সড়কে গাছ ফেলে একাধিক মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র হাতে সড়ক অবরোধ করে তিনটি মাইক্রোবাস থামিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।
ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, রানীরহাট সড়কটি দীর্ঘদিন ধরেই ডাকাতপ্রবণ এলাকা। কিছুদিন পর পর এখানে একই ধরনের ঘটনা ঘটছে।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ডাকাতরা পালিয়ে গেলেও তদন্ত চলছে এবং দ্রুত তাদের আটক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।