সিরাজগঞ্জ জেলার অধিবাসীদের সন্তান-সন্ততিদের মাঝে ‘ছাত্রবৃত্তি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি। যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত আছে, তারা এই বৃত্তি পাবে।
সিরাজগঞ্জ জেলা সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এস আর তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা সিরাজগঞ্জ জেলার যে সকল অধিবাসীগণের সন্তানাদি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে ‘ছাত্রবৃত্তি’ প্রদানের উদ্যোগ নিয়েছে।
যেভাবে আবেদন করতে হবে
বৃত্তির জন্য নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন সরাসরি বা ই-মেইল ঠিকানায় জমা দেওয়া যাবে।
আবেদন শুরুর তারিখ: ১২ আগস্ট ২০২৫ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা
সভাপতি
সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা
সিরাজগঞ্জ ভবন, প্লট নম্বর ৬/৩, সেকশন-২
মিরপুর হাউজিং এস্টেট, ঢাকা-১২১৬।
মোবাইল ০১৩০০-২৭৬৫২৪
ই-মেইল: info@szsdhaka1984.com
ওয়েবসাইট www.szsdhaka1984.com
Tags: ছাত্রবৃত্তি, সিরাজগঞ্জ জেলা সমিতি