সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকার মাঠের পর মাঠ এখন সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে। যতদূর চোখ যায়, চারদিকে যেন হলুদের আগুন জ্বলছে। হালকা বাতাসে দুলে ওঠা এই হলুদ প্রান্তর গ্রামবাংলার প্রকৃতিকে এনে দিয়েছে অনন্য সৌন্দর্য। চোখজুড়ানো এ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষের ভিড় জমছে মাঠে-মাঠে।
সরিষা উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে থাকা সিরাজগঞ্জে এ দৃশ্য যেন আরও বেশি প্রাণবন্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের ৮৭ হাজার ১১৫ হেক্টরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে। নয়টি উপজেলার মধ্যে উল্লাপাড়ায় সর্বাধিক ২৪ হাজার ৬০৫ হেক্টর এবং তাড়াশে ১০ হাজার ৪৭০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। জেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে।
সয়াবিন তেলের ঘাটতি পূরণে দেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে সরিষা চাষে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে দেশের ভোজ্যতেলের চাহিদার একটি বড় অংশ দেশীয় উৎপাদনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, এ বছর উপজেলায় ৩০ হাজার ৪৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে এবং ফলন বৃদ্ধির জন্য নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, ভোজ্যতেল উৎপাদন বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে সরিষা চাষ সম্প্রসারণে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
সরিষার হলুদ ফুলে ভরে ওঠা সিরাজগঞ্জের মাঠ শুধু কৃষি উৎপাদনেই নয়, প্রকৃতির সৌন্দর্যেও যেন নতুন মাত্রা যোগ করেছে।
Tags: সরিষা ফুল