সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ও মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের দিয়ার ধানগড়া ও রেলওয়ে কলোনী এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে আদিবাসী ও হতদরিদ্রসহ তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও রুহের মাগফিরাত কামনা থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, উন্নয়ন ও সংকট—সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল চেতনা।
এ সময় ২নং ও ১৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।
Tags: শীতবস্ত্র বিতরণ, সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপি