সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দেড়শ বছরের ঐতিহ্যবাহী পৌরসভার শিক্ষা বিস্তারের ধারাবাহিকতায় নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রোজিনা আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী আদনান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ভবিষ্যতে জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদী। আধুনিক শিক্ষা পরিবেশ ও দক্ষ শিক্ষকসমৃদ্ধ এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ শহরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত করবে এবং পৌরসভার শিক্ষা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
Tags: সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ