ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো প্রতীকের পক্ষে প্রচারণার স্থান হিসেবে মসজিদ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজিপুর উপজেলার তিন শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমামদের জানানো হয়, নির্বাচনকালীন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রচারণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে হবে। একই সঙ্গে গণভোট সংক্রান্ত বিষয়ে মুসল্লিদের মধ্যে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে ইমামদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত মসজিদের ইমামরাও নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে আচরণবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হবে। এ ধরনের সচেতনতামূলক সভা অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানানো হয়।
Tags: মসজিদ ইমাম, সিরাজগঞ্জ জেলার নির্বাচন কমিশন