আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা, পোস্টাল ভোট ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একাধিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় শনিবার (২০ ডিসেম্বর) বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় ডকুমেন্টারি প্রদর্শনী, উঠান বৈঠক ও সড়ক প্রচার অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচনী আচরণবিধি, গণভোটের গুরুত্ব এবং ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের রায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণকে নির্বাচনী আচরণবিধি, গণভোটের ধারণা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটারদের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।
এছাড়া একই দিন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারের মাধ্যমে ভোটারদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং ভোটদানে উৎসাহিত করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন কমিশনের প্রত্যাশা, পোস্টাল ভোট ও গণভোট বিষয়ক একটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
Tags: জেলা তথ্য অফিস, নির্বাচন, সিরাজগঞ্জ